ওয়েব সিরিজের নামে অশ্লীলতা প্রচারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবি: ফোকাস বাংলা)তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ওয়েব সিরিজ, সিনেমা বা যেকোনও কিছু নির্মাণ ও প্রচার করার ক্ষেত্রে আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের একটি কৃষ্টি এবং সংস্কৃতি আছে, আমাদের সমাজের একটি মূল্যবোধ আছে। আমাদের কৃষ্টি-সংস্কৃতিকে অবজ্ঞা করে কোনও কিছু করা কখনোই সমীচীন নয়। আইন অনুযায়ী সেটি দণ্ডনীয় অপরাধ।’

`অবৈধ’ ও ’অনৈতিক’ ওয়েব সিরিজের বিষয়ে মন্তব্য চাইলে তথ্যমন্ত্রী সোমবার (২২ জুন) সাংবাদিকদের একথা বলেন। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

‘অশ্লীলতার’ অভিযোগ উঠেছে এমন কিছু ওয়েব সিরিজের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘যেসব সার্ভিস প্রোভাইডার এ ধরনের ওয়েব সিরিজ প্রচার করার সুযোগ করে দিয়েছে, তাদের এ কাজের জন্য আদৌ কোনও লাইসেন্স আছে কিনা, তা আমরা খতিয়ে দেখছি। যদি লাইসেন্স না থাকে তাহলে এই অবৈধ কাজের জন্য অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর লাইসেন্স থাকলেও তাদের ডোমেইন ব্যবহার করে এ ধরনের অশ্লীল জিনিস প্রচার করাও দণ্ডনীয় অপরাধ। সে বিষয়েও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

অনুমোদনহীন টিআরপি সরকারের কাছে গ্রহণযোগ্য নয়

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) নির্ধারণের জন্য সরকার অনুমোদিত কোনও প্রতিষ্ঠান নেই। তাই অনুমোদনহীন টিআরপি সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে অবশ্যই শৃঙ্খলা আনতে হবে।’

মন্ত্রী বলেন, ‘এখন কে কাকে টিআরপি দেয়, সেটি আমাদের জানা নেই। টিআরপি যারা করছে তারা কোথা থেকে অনুমতি নিয়েছে, কে তাদের লাইসেন্স দিয়েছে-সেটি অনেকের প্রশ্ন। আমরা জানতে পেরেছি যে অনুমোদনহীন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানগুলো টিআরপি নির্ধারণ করে। সেখানেও অশুভ, অসুস্থ প্রতিযোগিতা হয়, যা কোনোভাবেই কাম্য নয়।’

ভারত, শ্রীলঙ্কা এবং ইউরোপের দেশগুলোতে টিআরপি কীভাবে নির্ধারণ হয় সরকার তা পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানান তথ্যমন্ত্রী।

অনুমোদনহীন টিআরপি নির্ধারণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা এখানে একটি শৃঙ্খলা নিয়ে আসবো। যারা অনুমোদন ছাড়া এ কাজটি করে আসছে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।’

বিভাগীয় পর্যায়ে কোভিড-১৯ স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ উদ্বোধন

এর আগে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে নিজ দফতর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত কোভিড-১৯ বিষয়ে বিভাগীয় পর্যায়ে স্বেচ্ছাসেবীদের অনলাইনে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুর সবুরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. হোসেন মনসুর। খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক ও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন। আমন্ত্রিত অতিথিবর্গ, বিশেষজ্ঞবৃন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সব বিভাগের প্রশিক্ষণার্থীরা এতে অংশ নেন।

আরও পড়ুন- ওয়েব সিরিজ বিতর্ক: জোটবদ্ধ ১১৮ নির্মাতা, দিয়েছেন বিবৃতি