লঞ্চডুবির ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

বুড়িগঙ্গায় লঞ্চডুবিবুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটির প্রধান করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন ও পিপিপি সেল) মো. রফিকুল ইসলাম খানকে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী সোমবার (২৯ জুন) এ তথ্য জানান।

এ প্রসঙ্গে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান যুগ্মসচিব রফিকুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখনও এ সংক্রান্ত কোনও আদেশ হাতে পাইনি। শুনেছি মাত্র। কমিটিতে আর কে কে আছেন তাও আমি জানি না।’বুড়িগঙ্গায় লঞ্চডুবি

তবে তিনি জানান, কমিটিতে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআ্ইডব্লিউটিএ) থেকে একজন, ফায়ার সার্ভিস থেকে একজন প্রতিনিধি থাকতে পারেন।

নৌ সচিব জানিয়েছেন, ‘কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’বুড়িগঙ্গায় লঞ্চডুবি

উল্লেখ্য, সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ থেকে আসা দুই তলা লঞ্চ ‘মর্নিং বার্ডের’ সঙ্গে চাঁদপুর থেকে আসা ‘ময়ূর-২’ লঞ্চের সংঘর্ষ হয়। এসময় শ্যামবাজার এলাকার পাশে বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চে ৫০ জনের বেশি যাত্রী ছিল বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল।

লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

ছবি: নাসিরুল ইসলাম। 

আরও পড়ুন- 

লাশ তুলে শেষ করতে পারছেন না ডুবুরিরা 

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ৩০ লাশ উদ্ধার

ছবিতে বুড়িগঙ্গায় লঞ্চডুবি