স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে থাকার নির্দেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা কোভিড-১৯ আক্রান্ত হননি, তাদের সবাইকে এখন থেকে নিয়মিত অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৮ জুন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। এ বিষয়ে ৩০ জুন জারি করা অফিস আদেশ বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘গত ২৮ জুন এই বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা কোভিড-১৯ আক্রান্ত হননি, তাদের নিয়মিত অফিসে আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

‘কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিত হওয়ার বিষয়টি মনিটরিংয়ের জন্য সব অনুবিভাগ প্রধানদেরও নির্দেশনা প্রদান করা হলো।’