করোনায় মৃত্যুবরণকারীদের ৮৩৪ জনই ষাটোর্ধ্ব

অধ্যাপক নাসিমা সুলতানাদেশে করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন এক হাজার ৯২৬ জন। এদের মধ্যে ৮৩৪ জনই ষাটোর্ধ্ব বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (২ জুলাই) অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

মৃত্যুর বিশ্লেষণে তিনি জানান, এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১২ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮৫ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৬০ জন, ৬০ ঊর্ধ্ব বয়সী মারা গেছেন ৮৩৪ জন।

শতকরা হিসেবে মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৪৩ দশমিক ৩১ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের ২৮ দশমিক ০৮ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের ১৪ দশমিক ৮০ শতাংশ, ৩১ থেকে ৪০ বয়সী ৭ দশমিক ৫৮ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ দশমিক ৪৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ দশমিক ৪৭ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ দশমিক ১৪ শতাংশ এবং ১০ বছরের নিচে শূন্য দশমিক ৬২ শতাংশ।

আরও পড়ুন...

রেকর্ড শনাক্তের দিনে আক্রান্ত দেড় লাখ ছাড়ালো, মৃত্যু ৩৮