বগুড়া ও যশোরে দুই নির্বাচনি এলাকায় মঙ্গলবার সাধারণ ছুটি

জনপ্রশাসন মন্ত্রণালয়আগামী মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়া- ১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী মঙ্গলবার (১৪ জলাই) এই দুটি নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রবিবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদের ৩৬ নম্বর আসন বগুড়া-২ ও ৯০ নম্বর যশোর-৬ আসনে নির্বাচনি এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ১৪ জুলাই মঙ্গলবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করো হলো।
উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগের এম এ মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ইসমত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।