ঈদুল আজহার নামাজও মসজিদে

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদুল আজহার দিন ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করতে হবে। একইসঙ্গে ঈদের নামাজ শেষে কোলাকুলি করা যাবে না। ঈদুল আজহা উদযাপন নিয়ে রবিবার (১২ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় জানানো হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।