মুর্তজা বশীর ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র: মোস্তাফা জব্বার

মুর্তজা বশীরবরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার (১৫ আগস্ট) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্পকলায় মুর্তজা বশীর ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তিনি চিত্রশিল্পের পাশাপাশি সৃজনকলার অন্য দুটি মাধ্যম সাহিত্য ও চলচ্চিত্রেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মুর্তজা বশীর ছিলেন একদিকে চিত্রশিল্পী, ভাষাসংগ্রামী, গবেষক ও ঔপন্যাসিক। মহান ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়।

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশে বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ মুর্তজা বশীরের ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’, ‘রক্তাক্ত ২১ শে’ শিরোনামের চিত্রকর্মসহ তার অমর সৃষ্টির মধ্যে তিনি বেঁচে থাকবেন যুগ-যুগ মহাকাল।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশীর দীর্ঘদিন ধরে হৃদ‌রোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরে শনিবার সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:
চিত্রশিল্পী মুর্তজা বশীর আর নেই

মুর্তজা বশীরের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক