আদেশের কপি পেলেই অধিবেশন কক্ষে জাতির পিতার ছবি: সংসদ সচিব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ছবি: ইন্টারনেট থেকে)জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। বাংলা ট্রিবিউনকে দেওয়া প্রতিক্রিয়ায় ওই রিটের অন্যতম বিবাদী সংসদ সচিব বলেন, ‘রায়ের কপি আমরা এখনও হাতে পাইনি। কপি হাতে পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ইতোপূর্বে অধিবেশন কক্ষে কেন জাতির পিতার ছবি প্রদর্শন করা হয়নি জানতে চাইলে সচিব বলেন, ‘সংসদ সচিবালয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের কক্ষসহ সব কক্ষেই জাতির পিতার ছবি টাঙানো রয়েছে। অধিবেশন কক্ষে এতদিন কেন হয়নি সেটা বলতে পারবো না। এটা তো আগে থেকেই এভাবে চলে আসছে। তবে বিষয়টি ইগনোর করা হয়েছে তা নয়। হয়তো কারও নজরে আসেনি। এখন রায় হয়েছে। আমরা এটা করে ফেলবো।’

তিনি বলেন, ‘জাতীয় সংসদে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে সব সময় আলোচনা হয়। তিনি সব সময় সংসদীয় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। জাতির পিতার জন্মদিন, জাতীয় শোক দিবসসহ তাঁর স্মরণে সারা বছর বিভিন্ন কর্মসূচি সংসদ থেকে পালন করা হয়। হয়তো অধিবেশন কক্ষে ছবি নেই, তবে তিনি সব সময় আমাদের অন্তরের অন্তস্তলে রয়েছেন। এই রায়ের ফলে ভালো হলো আমাদের জন্য। একটা বাধ্যবাধকতার মধ্যে পড়লো। আমরা এটা করে ফেলবো।’

প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি তারিক-উল-হাকিম এবং বিচারপতি এস এম কুদ্দুস জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেয়ালের গুরুত্বপূর্ণ জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। আদেশে আগামী এক মাসের মধ্যে নির্দেশনাটি বাস্তবায়ন করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। এর আগে গত ১২ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস এ রিট দায়ের করেন।

রিট আবেদনে আইন মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়।

আরও পড়ুন:

সংসদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ