আমাদের যেতে হবে অনেক দূর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালঅর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের যেতে হবে অনেক দূর। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সে কাজটি করবো।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনলাইনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় (ভার্চুয়াল) মন্ত্রিসভা পরিষদের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) জিডিপি নিয়ে পূর্বাভাস সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এডিবি তো সারা বছরই কাজ করে। আমরা করি বছরে একবার। তারা বছরে একাধিকবার করে। তারা আমাদের সম্পর্কে খারাপ বলেনি। আমরা কাজ শুরু করেছি। তারা বলেছে, আমাদের জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮।’

তিনি বলেন, ‘এডিবি তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ ধীরে হলেও শুরু করেছে। আমরা ধীরে হলেও এগিয়ে যাচ্ছি। আমাদের যেতে হবে অনেক দূর। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সে কাজটি করবো।’ তিনি উল্লেখ করেন, আমরা গত অর্থবছরে ৫.২ বলেছিলাম। সেখানে আমরা ৫.২৪ অর্জন করেছি। এ বছর আমাদের আশা, গত বছর আমরা যেটা করতে পারিনি; ৮.২ ভাগ। এ বছর আমাদের আশা বাজেটে যে প্রক্ষেপণ করা হয়েছে, সেটা অর্জন করতে পারবো। সেই স্বপ্ন পূরণে কাজ করছি।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষ তাদের সবকিছু উজাড় করে দিয়ে উন্নয়নে কাজ করে যাচ্ছে। এডিবির কথা অনুযায়ী, আমরা যদি ৬.৮ ভাগ করতে পারি, তাহলে আমাদের ওপরে থাকবে শুধু ভারত ও চীন।’ তিনি আরও বলেন, ‘গত বছর যেটা ছিল ৫.২৪, সেটাও এ অঞ্চলের মধ্যে সবার ওপরে। ফলে বলতি পারি, আমরা ভালোভাবে এগোচ্ছি। এটি আমাদের জন্য কম অর্জন নয়। এই বছরও যদি ৬.৮ সেটা বিবেচনা করেন, তাহলে আমাদের ওপর থাকে মাত্র ভারত আর চীন।’