সাউদিয়ার ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল

সাউদিয়া এয়ারলাইন্সসৌদি আরবের সাউদিয়া এয়ারলাইন্সের বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করছে বেসামরিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যদিও সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল এয়ারলাইন্সটিকে। বেবিচক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়,  সৌদি আরবে আবেদন করেও ফ্লাইট পরিচালনার অনুমতি পায়নি রাষ্ট্রয়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ করাণে সৌদি আরবের এয়ারলাইন্সকেও ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করছে বেবিচক। এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করবে বলে জানায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় এয়ারলাইন্সটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবের তিন গন্তব্যে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়েছিল। তবে সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমতি না দেওয়া ফ্লাইট পরিচালনা করতে পারছে বিমান।