২৪ ঘণ্টায় সব মৃত্যু হাসপাতালে

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন (ছবি: সাজ্জাদ হোসেন)দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২৮ জন। তাদের সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ জন এবং ১১ জন নারী। এখন পর্যন্ত পুরুষ তিন হাজার ৮৯০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ১১৭ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ ঊর্ধ্বে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে এক জন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে চার জন, রাজশাহী বিভাগে এক জন, খুলনা বিভাগে তিন জন, সিলেটে এক জন এবং রংপুরে এক জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত মোট মৃত্যু পাঁচ হাজার সাত জন। এর মধ্যে ঢাকা বিভাগে দুই হাজার ৪৬৭ জন, চট্টগ্রামে এক হাজার ৩৯ জন, রাজশাহীতে ৩৩২ জন, খুলনায় ৪২০ জন, বরিশালে ১৮৫ জন, সিলেটে ২২২ জন, রংপুরে ২৩৫ জন এবং ময়মনসিংহে ১০৭ জন মারা গেছেন।