নবীন কূটনীতিকদের বাংলাদেশকে ব্র্যান্ডিং করার পরামর্শ

কূটনীতিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ অন্যরানবীন কূটনীতিকদের বাংলাদেশকে ব্র্যান্ডিং এবং অর্থনৈতিক কূটনীতিসহ চলমান বিষয়াবলীর প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তি সদা সমুন্নত রাখার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম। সোমবার (২১ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমি আয়োজিত ৯ মাস মেয়াদি কূটনীতিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পররাষ্ট্রমন্ত্রী তার ভাষণে চলমান বৈশ্বিক করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ কোর্স শেষ করার জন্য ফরেন সার্ভিস অ্যাকাডেমিকে সাধুবাদ জানান। তিনি প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় এবং আরও বৃহত্তর ভূমিকায় মন্ত্রণালয় তথা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের যোগ্যতা অর্জনের জন্য প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অভিনন্দন জানান।

পররাষ্ট্র সচিব প্রশিক্ষণার্থীদের চাকরি জীবনের প্রতিটি পর্যায়ে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান।

ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর তার বক্তব্যে অ্যাকাডেমির লক্ষ্য ও ভিশন তুলে ধরে অতিথিবৃন্দকে প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।