রাস্তা নির্মাণে দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

দেশব্যাপী রাস্তা নির্মাণে সরকার মাস্টার প্ল্যান করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনলাইনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘যত্রতত্র রাস্তা নির্মাণ বন্ধে পরিকল্পিত উপায়ে দেশব্যাপী এই মাস্টার প্ল্যান করা হবে। রাস্তা নির্মাণের ক্ষেত্রে একনেক সভায় দেওয়া প্রধানমন্ত্রীর নির্দেশনাকে আরও জোরদার বা অর্থবহ করতেই একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে। বর্তমানে দেশে কী পরিমাণ রাস্তা আছে, আর আগামী ১০, ২০ বা ৫০ বছরে কত রাস্তা করতে হবে, মাস্টার প্ল্যানে এসব তথ্য থাকবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘প্রকল্পে অস্বাভাবিক ব্যয় হয় এটি ঠিক না। একনেক সভায় প্রধানমন্ত্রী রাস্তাগুলোর কোয়ালিটি মেনটেইন করার কথা বলেছেন। তিনি মেনটেইনের দিকে নজর দিতে বলেছেন।’ নতুন রাস্তা বানাতে গিয়ে দেশের ফসলি জমি নষ্ট করে দেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম বলেন, ‘মাস্টার প্ল্যান করার জন্য একটি কমিটি করতে বলা হয়েছে। আমরা দেখি, কীভাবে কী করা যায়। মন্ত্রিপরিষদ বিভাগ পুরো সরকারের অ্যাক্টিভিটিজগুলো সমন্বয় করে। তাই এটার দায়িত্ব আমাদের ওপর পড়েছে।’