জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে (৫৯৮০) প্রধানমন্ত্রীর একান্ত সচিব (১) এবং অতিরিক্ত সচিব বেগম ওয়াহিদা আক্তারকে (৬০৩৬) প্রধানমন্ত্রীর একান্ত সচিব (২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।