ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন ১২ নভেম্বর

নির্বাচন কমিশন

আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সোমবার (২৮ সেপ্টেম্বর) এ দু’টি আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ অক্টোবর, যাচাই-বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ ১২ নভেম্বর। দু’টি আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ভোট হবে বলে সচিব জানান।

তিনি জানান, অন্যান্য নির্বাচনের সময় ভোটের দিন নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি থাকলেও  ঢাকা-১৮ আসনের ক্ষেত্রে এ বিধান থাকছে না। এমনকি যানচলাচলে খুব একটা বিধিনিষেধ থাকছে না। কোনও কোনও যান চলবে কোনোগুলো চলবে না তা পরবর্তীতে পরিপত্র দিয়ে জানিয়ে দেওয়া হবে।

সচিব জানান, ওই নির্বাচনি এলাকার কোনও ভোটাররা চাকরিজীবী হলে তারা অফিস থেকে অনুমতি নিয়ে ভোট দিতে যেতে পারবেন।