সরকারি কর্মকর্তাদের জন্য আরও ৭৬টি ফ্ল্যাট

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এক হাজার ৮০০ বর্গফুটের ৭৬টি ফ্ল্যাট নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে (জোন-এ) এসব ফ্ল্যাট নির্মিত হবে। এর জন্য সরকারের মোট ব্যয় হবে ১৬০ কোটি ২৯ লাখ ৫৯ হাজার ৮৫২ টাকা। এই হিসাবে প্রতিটি ফ্ল্যাট নির্মাণে ব্যয় হবে দুই কোটি ১০ লাখ টাকারও বেশি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানিয়েছেন, নুরানি কনস্ট্রাকশন এ নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে।
অর্থমন্ত্রী জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আরও চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চারটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৩৩৯ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৩৫১ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে (জিওবি) থেকে ব্যয় হবে ১৬০ কোটি ২৯ লাখ ৫৯ হাজার ৮৫২ টাকা এবং এডিবি ও দেশীয় ব্যাংক থেকে পাওয়া ঋণের পরিমাণ ১৭৮ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ৪৯৯ টাকা।
সভায় ৬৪ কোটি ৭৩ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাফকো থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার ক্রয়, ৫৬ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ৯৩৭ টাকা ব্যয়ে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন থেকে ২৫ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার ক্রয় করা হবে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কিনতে ব্যয় হবে ৫৭ কোটি ২৮ লাখ ৮১ হাজার ৫৬২ টাকা।