৮৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আ.লীগের মনু

1ঢাকা-৫ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮৬ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু। 
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ঢাকা-৫ আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা করছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান৷
এখন পর্যন্ত ঘোষিত ৮৬ কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু (নৌকা) পেয়েছেন ১৮ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সালাহউদ্দিন আহম্মেদ (ধানের শীষ) পেয়েছেন ১৩৪২ ভোট৷ ঘোষিত ৮৬ কেন্দ্রে ফলাফল অনুযায়ী ভোটের হার ৪ দশমিক ২৩ শতাংশ।
অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মীর আব্দুস সবুর (লাঙ্গল) পেয়েছেন ২০৯ ভোট, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার (ডাব) পেয়েছেন ২২ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান সুমন মাস্টার (আম) পেয়েছেন ৫১ ভোট৷