‘মাস্ক পরলে সরকারি সেবায় অগ্রাধিকার’

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রীকরোনা পরিস্থিতিতে দেশের জনসাধারণকে মাস্ক পরার জন্য উৎসাহিত করতে নতুন নির্দেশনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত কার্ডিয়াক ক্যাথল্যাব জোন-২ এর উদ্বোধন শেষে তিনি এই কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘মাস্ক পরলে সরকারি প্রতিষ্ঠান এমনকী হাসপাতালেও সেবায় অগ্রাধিকার দেওয়া হবে। শুধু স্বাস্থ্যসেবা নয়, সরকারি কোনও অফিস-আদালতেও সেবায় অগ্রাধিকার পেতে মাস্ক পরতে হবে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতাল-ক্লিনিকের ব্যানার, থানা-আদালত, জেলা-উপজেলা ও ইউনিয়ন পরিষদের সব জায়গায় লেখা থাকবে, আপনারা যদি সেবায় অগ্রাধিকার পেতে চান, মাস্ক পরে আসতে হবে। এমন নির্দেশনা রাজধানীসহ উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে টাঙানো থাকবে।’

এই সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, মাস্ক পরলে অগ্রাধিকারের বিষয়টি চূড়ান্ত অনুমোদন এবং এই সংক্রান্ত নির্দেশনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও পাঠানো হয়েছে।