জনস্বাস্থ্যের বিজ্ঞপ্তি কোন বিধি বলে জানতে চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে পরিচালকের ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব (পার-দুই) শারমিন আক্তার জাহানের সই করা শোকজ নোটিশে বলা হয়, ‘আপনি পরিচালক, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা নিজ স্বাক্ষরে গত ২৮.১০.২০২০ তারিখের ৯২৭ সংখ্যক পত্র অফিস চলাকালীন সময়ে বর্ণিত ইনস্টিটিউটের কর্মকর্তা এবং কর্মচারীদের মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে ও মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো—মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।’

নোটিশে আরও বলা হয়, ‘এমতাবস্থায় অফিস চলাকালীন সময়ে বর্ণিত ইনস্টিটিউটের কর্মকর্তা এবং কর্মচারীদের মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে ও মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো মর্মে জারিকৃত বিজ্ঞপ্তিটি কোন বিধি বলে এবং কোন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে, তার স্পষ্টিকরণ ও ব্যাখ্যা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরাধ করা হলো।’

আরও পড়ুন: 

নারীর হিজাব, পুরুষের টাকনুর ওপর পোশাক পরার বিজ্ঞপ্তি জনস্বাস্থ্য ইনস্টিটিউটে!