নগর উন্নয়ন ও ডেইরি শিল্পে কাজ করার আগ্রহ ভারতের

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীনগর উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেইরি শিল্পে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে ভারত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘অতীতের যেকোনও সময়ের তুলনায় ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করে গেছেন। যার ধারাবাহিকতা তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বজায় রেখেছেন।’

তিনি বলেন, ‘দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলেই সীমান্ত এবং সমুদ্র সমস্যাসহ আরও অনেক সমস্যা সমাধান হয়েছে। ভবিষ্যতেও দুই দেশ একত্রে কাজ করবে।’

এ সময় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের নগর উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সমবায় এবং ডেইরি ইন্ডাস্ট্রিসহ অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে  কাজ করার জন্য দেশটির পক্ষে আগ্রহ প্রকাশ করেন।