তৎকালীন বাহিনী প্রধানদের বিচারের দাবি রাঙ্গার

মসিউর রহমান রাঙ্গা (ফাইল ফটো)

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় বিভিন্ন বাহিনীর প্রধানদের বিচার চেয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।বিশ্বের ইতিহাসে ন্যক্কারজনক ঘটনা ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ মন্তব্য করে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সমগ্র জাতিকে এতিম করা হয়েছে। খুনিদের বিচার হলেও নেপথ্যের ষড়যন্ত্রকারীদের বিচার হয়নি। ওই ঘটনায় যারা নীরব ছিলেন তাদেরও বিচার হওয়া দরকার। সেই সময়ের রাষ্ট্রীয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে যারা ছিলেন, তাদের বিচার করতে হবে। রক্ষীবাহিনী, সেনাবাহিনী, সেই সময়কার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের জবাবদিহি করা উচিত। আমাদের যারা পিতৃহীন করেছেন, তাদের বিচার চাই।’

বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে রাঙ্গা বলেন, ‘আমরা বিগত দিনে যেভাবে আওয়ামী লীগকে সহায়তা করে এসেছি, সেভাবেই আমরা সহায়তা করতে চাই। আমরা সহায়তা করবো। কিন্তু আমরা চাই আমাদের যেন সবকিছু বলা হয়, জানানো হয়। আমরা একত্রে যেন কাজ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধী রাজাকারদের বাংলাদেশের মাটিতে ঠাঁই নেই। এই সংসদে যাতে তারা আর কখনোই ফিরতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’