সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যুতে স্পিকারের শোক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীবাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, ছয়বারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ঐতিহাসিক আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শওকত আলীর রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ সোমবার (১৬ নভেম্বর) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সকাল ৯টা ৩০ মিনিটে মারা যান শওকত আলী। তার বয়স হয়েছিল প্রায় ৮৩ বছর ৯ মাস ২০ দিন।

এছাড়া, সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।