সপ্তাহে শনাক্ত প্রায় ১৫ হাজার, মৃত্যু বেড়েছে ৪৩ শতাংশ

করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা)দেশে করোনা সংক্রমণ শুরুর পর ৪৭তম সপ্তাহে এসে নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার ৪৬তম সপ্তাহ থেকে বৃদ্ধি পেয়েছে। শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

দুই সপ্তাহের তথ্যের তুলনামূলক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদফতর জানায়, ৪৬তম সপ্তাহে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৯৭ হাজার ২৯২টি। এই সময় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৭৩২ জন, সুস্থ হয়েছেন ১১ হাজার ২৮১ জন এবং মারা গেছেন ১২৪ জন। ৪৭তম সপ্তাহে নমুনা পরীক্ষা করা হয়েছিল এক লাখ ৮ হাজার ৬৮টি। এই সময়ে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৭৮৫ জন, সুস্থ হয়েছেন ১২ হাজার ৫০৩ জন এবং মারা গেছেন ১৭৭ জন।

রিপোর্টের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষা ৪৬তম সপ্তাহের চেয়ে ১১ দশমিক ০৮ শতাংশ বেড়েছে। এছাড়া শনাক্ত বেড়েছে ২৬ দশমিক ০২ শতাংশ, সুস্থতা বেড়েছে ১০ দশমিক ৮৩ শতাংশ, আর মৃত্যু বেড়েছে ৪২ দশমিক ৭৪ শতাংশ।