অনলাইনে ভর্তির আবেদনে ৫টি বিদ্যালয় চয়েজ দেওয়া যাবে

শিক্ষা মন্ত্রণালয়

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে লাটারির মাধ্যমে ভর্তি করা হবে। ভর্তির আবেদন নেওয়া হবে অনলাইনে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রতি ক্লাস্টারে (নির্ধারিত এলাকা) ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য চয়েজ দিতে পারবে। 

বুধবার (২৫ নভেম্বর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রেস ব্রিফিংয়ে সযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ভর্তির আবেদন করতে হবে অনলাইনে। ভর্তির জন্য তারা ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম দিতে পারবে।’   

প্রসঙ্গত, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো রাজধানীর মাধ্যমিক বিদ্যালয়েগুলোতে। করোনার ছুটির কারণে এই প্রথম দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্তও লটারির মাধ্যমে ভর্তি করা হবে।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।