করোনায় ৫৪ শতাংশের মৃত্যু ঢাকায়, সবচেয়ে কম ময়মনসিংহে

করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা)

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৯ জন। মৃতদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ৬ জন। রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। অধিদফতরের তথ্যমতে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ৬ হাজার ৬০৯ জন। মোট মৃত্যুর ৫৩ দশমিক ৫৬ শতাংশ ঢাকায় বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৫২ জন এবং নারী মারা গেছেন ১ হাজার ৫২৮ জন। এছাড়া বিভাগ বিশ্লেষণে দেখা যায়,  গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহীতে ১ জন,  খুলনায় ১ জন এবং রংপুরের বাসিন্দা ২ জন।

এখন পর্যন্ত ঢাকা বিভাগে মোট মারা গেছেন ৩ হাজার ৫৪০ জন, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২৫৬ জন, রাজশাহী বিভাগে ৪০২ জন, খুলনা বিভাগে ৪৯৬ জন, বরিশালে ২১৯ জন, সিলেটে ২৬৪ জন, রংপুরে ৩০০ জন এবং ময়মনসিংহে ১৩২ জন।