দুই উপজেলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে পদ শূন্য ঘোষণা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়আদালতে দণ্ড পাওয়া কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন এবং বিলাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যাকে অপসারণ করে তাদের পদ শূণ্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (৩০ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-২) উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে তাদের পদ শূন্য ঘোষণা করা হয়।

কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে অপসারনের প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন ১৯২৭ সনের বন আইন (২০০০ সনে সংশোধিত) এর ২৬(১ ক-খ, ও ঘ) ধারার অপরাধে গত ২৮ জানুয়ারি দণ্ডপ্রাপ্ত হয়েছেন এবং যেহেতু উপজেলা পরিষদ আইন-১৯৯৮ এর ১৩(১)(খ) ধারা লঙ্ঘিত হয়েছে, সেহেতু সরকার জনস্বার্থে তাকে ওই পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। ওই পদটি শূন্য ঘোষণা করা হলো। অবিলম্বে তা কার্যকর হবে।

এদিকে বিলাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে অপসারণের প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু বিলাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা ১৯২৭ সনের বন আইন (২০০০ সনে সংশোধিত) এর ২৬(১ক) ধারার অপরাধে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর দণ্ডপ্রাপ্ত হয়েছেন; এবং যেহেতু উপজেলা পরিষদ আইন-১৯৯৮ এর ১৩(১)(খ) ধারা লঙ্ঘিত হয়েছে; সেহেতু সরকার জনস্বার্থে তাকে তার স্বীয় পদ হতে তাকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। তার পদ শূন্য ঘোষণা করা হলেঅ এবং অবিলম্বে তা কার্যকর হবে।