ঢাকা ও রংপুরে বসছে নতুন রাডার

সংসদীয় কমিটির বৈঠকপৃথিবীর পৃষ্ঠতল সম্পর্কে তথ্য সরবরাহ করা বা আবহাওয়া মণ্ডলের পরিস্থিতি জানার জন্য নতুন করে দুটি রাডার টাওয়ার নির্মাণ করা হচ্ছে। এ দুটি নির্মাণ করা হবে ঢাকা ও রংপুরে। রাডার সিস্টেম স্থাপনে জাপান সরকারের উন্নয়ন সংস্থা (জাইকা) অনুদান সহায়তা দিচ্ছে।

বুধবার (২ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, রাডার সিস্টেম স্থাপনের জন্য জাইকা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে ১৮৬ কোটি টাকার অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের এপ্রিলে রাডার টাওয়ার নির্মাণকাজ শুরুর কথা থাকলেও করোনা মহামারির কারণে এ কাজ শুরু করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে রাডার টাওয়ার নির্মাণকাজ শুরু হবে।

এদিকে জাতীয় সংসদ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর কার্যক্রমের সর্বশেষ অবস্থা, বিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, পতেঙ্গা চট্টগ্রাম (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের অগ্রগতি, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তার জন্য ৯৯ কম্পোজিট ব্রিগেড স্থাপন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। এসব কাজ দ্রুত শেষ করার সুপারিশ করে কমিটি।

এছাড়া জাতিসংঘ প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শান্তিরক্ষা মিশনে নারী শান্তিরক্ষী বাড়াতে কমিটিতে আলোচনা হয়।

সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন ও নাহিদ ইজাহার খান অংশ নেন। এছাড়া বৈঠকে প্রতিরক্ষা সচিবসহ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।