মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৪ জনই ঢাকা বিভাগের

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন (ছবি: চাঁদপুর প্রতিনিধি)গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী মারা গেছেন ২৪ জন। অর্থাৎ প্রতি ঘণ্টায় একজন করে মারা গেছেন। মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৪ জনই ঢাকা বিভাগের। শুক্রবার (৪ ডিসেম্বর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১৪ জন, ময়মনসিংহ বিভাগের তিন জন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুই জন করে এবং রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের রয়েছেন একজন করে।

করোনায় দেশে এখন পর্যন্ত মোট মারা গেছেন ছয় হাজার ৭৭২ জন। এর মধ্যে ঢাকা বিভাগের মোট তিন হাজার ৬৫৪ জন, শতকরা হিসাবে যা ৫৩ দশমিক ৯৬ শতাংশ। চট্টগ্রাম বিভাগে এক হাজার ২৭১ জন; যা ১৮ দশমিক ৭৭ শতাংশ। রাজশাহী বিভাগে ৪১০ জন; যা ছয় দশমিক শূন্য পাঁচ শতাংশ। খুলনা বিভাগে ৪৯৯ জন;  যা সাত দশমিক ৩৭ শতাংশ। বরিশাল বিভাগে ২২২ জন; যা তিন দশমিক ২৮ শতাংশ। সিলেট বিভাগে ২৬৭ জন; যা তিন দশমিক ৯৪ শতাংশ। রংপুর বিভাগে ৩০৭ জন; যা চার দশমিক ৫৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১৪২ জন, যা কিনা দুই দশমিক ১০ শতাংশ।