নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

Bangladesh_Credential Presentationনেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নেপালের প্রেসিডেন্ট ভবনে পরিচয়পত্র পেশের পর বাংলাদেশের রাষ্ট্রদূত নেপালের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্ণ শুভেচ্ছা জানান বিদ্যা দেবী ভাণ্ডারিকে।


দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে নেপালের প্রেসিডেন্ট বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ সহযোগিতা, কানেক্টিভিটিসহ অনেক সহযোগিতার ক্ষেত্র আছে। আশা করি, উভয়ের জন্য সুবিধাজনক ক্ষেত্রগুলো অর্জনে দুই দেশ সমর্থ হবে।’