এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘বঙ্গবন্ধুর নাম সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। এই প্রক্রিয়ার অংশ হিসাবে মরিশাসের রাজধানী সেন্ট লুইতে একটি সড়কের নামকরণ করা হবে বঙ্গবন্ধুর নামে।’
ওই কর্মকর্তা জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট’ উদ্বোধন করবেন মরিশাসের উপ-প্রধানমন্ত্রী এবং সেন্ট লুই এর মেয়র।’
এই উপলক্ষে প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তা প্রদান করবেন এবং ঢাকা থেকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত থাকবেন।
এর আগে দিল্লি ও কলকাতায় বঙ্গবন্ধুর নামে সড়ক নামকরণ করা হয়েছে। এছাড়া কম্বোডিয়াতে বঙ্গবন্ধুর নামে একটি সড়ক নামকরণের কাজ চূড়ান্ত রয়েছে, যা মার্চে উদ্বোধনের কথা ছিল। কিন্তু এটি পরবর্তীতে পিছিয়ে যায়।