মারা যাওয়া ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন; যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। শুক্রবার (১৫ জানুয়ারি) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এর আগে গত ১২ মে মারা গিয়েছিলেন ১১ জন।

২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মারা গেলেন সাত হাজার ৮৬২ জন। আর এই ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ১০ জন। মোট মারা যাওয়া সাত হাজার ৮৬২ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন চার হাজার ৩৫৫ জন; যা ৫৫ দশমিক ৩৯ শতাংশ।

মোট মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম বিভাগে আছেন এক হাজার ৪৪১ জন, যা ১৮ দশমিক ৩৩ শতাংশ; রাজশাহী বিভাগে ৪৫০ জন, যা পাঁচ দশমিক ৭২ শতাংশ; খুলনা বিভাগে ৫৪২ জন, যা ছয় দশমিক ৮৯ শতাংশ; বরিশাল বিভাগে ২৪০ জন, যা তিন দশমিক শূন্য পাঁচ শতাংশ; সিলেট বিভাগে ৩০০ জন, যা তিন দশমিক ৮২ শতাংশ; রংপুর বিভাগে ৩৫১ জন, যা চার দশমিক ৪৬ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন ১৮৩ জন, যা দুই দশমিক ৩৩ শতাংশ।