দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে ৬২ শতাংশ

পৌরসভা নির্বাচনে ৬১.৯২ শতাংশ ভোট পড়েছে। শনিবার অনুষ্ঠিত ৬০ পৌরসভায় ২০ লাখ ৯১ হাজার ৬৮১টি ভোটের মধ্যে ১২ লাখ ৯৫ হাজার ২৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রবিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

৬০টি পৌরসভার মধ্যে তিন জন বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ৪৫টি পৌরসভার মেয়র পদে নির্বাচিত হয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থীরা জয় পেয়েছে চারটি পৌরসভায়। জাতীয় পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি করে পৌরসভার মেয়র পদে বিজয়ী হয়েছেন। বাকি ৮টি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীরা মেয়র পদে জয়লাভ করেছেন।

পৌরসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায়। এ পৌরসভায় ভোট পড়েছে ৮৫ দশমিক শূন্য ৪শতাংশ। এখানে ১১ হাজার ৮৬৭ ভোটের মধে ভোট পড়েছে ১০ হাজার ৯২টি। এ পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সবচেয়ে কম ভোট কাস্ট হয়েছে ঢাকার সাভার পৌরসভায়। এ পৌরসভায় এক লাখ ৮৮ হাজার ভোটের মধ্যে ৬৩ হাজার ১৭৯ ভোট কাস্ট হয়েছে। সাভার পৌরসভার ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।