চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে প্রার্থী ৩২৯০

চতুর্থ ধাপে ৫৮টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ হাজার ২৯০ জন। এর মধ্যে মেয়র পদে  ২৮৭ জন, সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৩৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ফেনীর পরশুরাম পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। রবিবার এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর আরও দুটি পৌরসভা যুক্ত হয় এ ধাপে। সব মিলিয়ে ৫৮টিতে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৭ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।