রোহিঙ্গা প্রত্যাবাসন

ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের আলোচনা

বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে চীনের একজন ভাইস মিনিস্টার ও মিয়ানমারের পার্মানেন্ট সেক্রেটারি এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করবেন। তবে ওই বৈঠকের প্রস্তুতি হিসেবে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে সোমবার (১৮ জানুয়ারি) বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব।

বিভিন্ন সূত্র জানায়, রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি, গ্রাম ও পরিবারভিত্তিক প্রত্যাবাসন, যে গ্রাম থেকে তারা এসেছে সেখানে ফেরত পাঠানো, নিরাপত্তা প্রদানসহ অন্যান্য বিষয় নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে বর্ষা শুরু হওয়ার আগেই প্রত্যাবাসন শুরু করার তাগিদ দেওয়া হবে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের সঙ্গে জড়িত সবাই ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের কী আলোচনা হয়েছে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, ‘আগামীকালের বৈঠকের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে।’

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টের পর প্রায় আট লাখ রোহিঙ্গা রাখাইন থেকে প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশের পালিয়ে আসে। এরপর বিভিন্ন পর্যায়ে আলোচনার পর বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ২০১৮ সালে নিউ ইয়র্কে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক এটাই প্রথম।