শীতের বৃষ্টিতে জবুথবু জীবন 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুরু হয়েছে বৃষ্টি। রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং অনেক জেলায় কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে কুয়াশা ও বৃষ্টির কারণে তাপমাত্রা খুব একটা না কমলেও শীতের অনুভূতি হচ্ছে বেশি। হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।শীত ও বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী (ছবি: ফোকাস বাংলা)

বুধবার সকালে হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে যায়। সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যায় আকাশ। অফিসগামী মানুষকে দুর্ভোগে পড়তে হয়। রাজধানীতে গত কয়েক দিনে তাপমাত্রা খুব একটা না কমায় যারা তেমন একটা গরম কাপড় পরেননি, তারা হঠাৎ বৃষ্টিতে জেঁকে বসা ঠান্ডায় ভোগান্তিতে পড়েন।শীত ও বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী (ছবি: ফোকাস বাংলা)

শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন রাস্তায় কর্মরত সাধারণ শ্রমজীবী মানুষ। বিশেষ করে রিকশাওয়ালা, ফুটপাতের দোকানদার এবং রাস্তায় যাদের বসবাস তারা বিপদে পড়েছেন। কোনও প্রস্তুতি না থাকায় বৃষ্টি শুরু হওয়ার পর মাথা গোঁজার জায়গাটুকুও ভিজে যায়। অল্প বৃষ্টি হলেও শীতের কারণে স্যাঁতস্যাঁতে পরিস্থিতি বিরাজ করছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এ অবস্থা থাকবে আগামীকালও।শীতে কাবু রাজধানীর শ্রমজীবী মানুষ (ছবি: ফোকাস বাংলা)

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বাতাস কমে যাওয়ার কারণে বেড়ে গেছে কুয়াশা। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এটি আজ এবং আগামীকাল থাকতে পারে। টানা কোথাও হবে না। থেমে থেমে বিভিন্ন এলাকায় হতে পারে। এখন পর্যন্ত আমরা ঢাকা ও গোপালগঞ্জে বৃষ্টি হয়েছে বলে খবর পেয়েছি।শীত ও বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী (ছবি: ফোকাস বাংলা)

বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, খুন বেশি কমবে না, তবে বৃষ্টির কারণে খোলা জায়গায় শীতের অনুভূতি বেশি হতে পারে।শীতে কাবু রাজধানীর ভাসমান মানুষ (ছবি: ফোকাস বাংলা)

ঢাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ ও আগামীকাল থেমে থেমে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।কুয়াশাচ্ছন্ন সদরঘাট (ছবি: ফোকাস বাংলা)

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুণ্ডে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল ছিল ১৩ দশমিক ৫, আজ ১৬ দশমিক ৫; ময়মনসিংহে ছিল ১১ দশমিক ৫, আজ ১৪; চট্টগ্রামে  ছিল ১৪ দশমিক ৩, আজ ১৫; সিলেটে একই আছে ১৪ দশমিক ৫; রাজশাহীতে ছিল ১২ দশমিক ৫, আজ ১৩ দশমিক ৯;  রংপুরে ছিল  ১৩,  আজ ১৩ দশমিক ৬; খুলনায় ছিল ১২ দশমিক ৪, আজ ১৬ দশমিক ৩ এবং বরিশালে ছিল ১১ দশমিক ৩, আজ ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।কুয়াশাচ্ছন্ন সদরঘাট (ছবি: ফোকাস বাংলা)

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশালের দুই এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অন্যদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন  কুয়াশা পড়তে পারে। দেশের কিছু অঞ্চলে দুপুর পর্যন্ত  কুয়াশা থাকতে পারে।শীত ও বৃষ্টিতে দুর্ভোগ রাজধানীবাসীর (ছবি: ফোকাস বাংলা)

এদিকে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা আকুওয়েদার থেকে জানা যায়, আগামীকালও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এরপর শুক্রবারে সূর্যের দেখা পেতে পারেন রাজধানীবাসী।