৯ মাস পর মৃত্যুর সংখ্যা নামলো ১০-এর নিচে

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন। বুধবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বছরের ৬ মে একদিনে মৃত্যু হয়েছিল ৩ জনের। এরপর ৯ মাসে আজই ১০-এর নিচে নামলো মৃত্যুর সংখ্যা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬৫৬ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন। আর এ পর্যন্ত মোট মারা গেছেন ৭ হাজার ৯৫০ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৫৯টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১০টি। এখন পর্যন্ত  মোট ৩৫ লাখ ৬৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৪ দশমিক ২৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ১৩ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৫৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৮ জনই পুরুষ। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ২৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৯২৪ জন। বয়স বিশ্লেষণে দেখা  যায়, মৃত ৮ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৫ জন,  ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭  জন এবং চট্টগ্রামে ১ জন মারা গেছেন। ৮ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।