যেভাবে এলো করোনার টিকা (ফটোস্টোরি)

ভারত থেকে শুভেচ্ছা হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন (কোভিশিল্ড) বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এক অনুষ্ঠানে টিকা হস্তান্তর করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন। বেলা ১১টা ২০ মিনিটে ভারত থেকে টিকা বহনকারী বিমান ঢাকায় এসে পৌঁছায়।

এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট এগুলো নিয়ে আসে। পরে সেখান থেকে বিশেষ ভ্যানে করে ভ্যাকসিন ইপিআইয়ের সংরক্ষণগারে নিয়ে আসা হয়।

ঢাকা জেলার সিভিল সার্জন আবু হোসেন মো. মইনুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, তেজগাঁওয়ে ইপিআইয়ের সংরক্ষণাগারে টিকা সংরক্ষণ করা হবে। আমাদের ৫০ লাখ ভ্যাকসিন রাখার সক্ষমতা আছে। ইতোমধ্যে দুটি ফ্রিজার খালি করা হয়েছে।

প্রতিটি ফ্রিজারে ২০ লাখ ভ্যাকসিন রাখা যাবে। ভ্যাকসিনের নিরাপত্তা রক্ষায় ইপিআই সংরক্ষণাগার ও আশপাশের এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. রওশন জাহান আক্তার আলো বলেন, সর্বমোট ১৬৭টি কার্টনে করে ভ্যাকসিনের ডোজ এসে পৌঁছেছে। প্রতি কার্টনে আছে ১২০০ ভায়াল ভ্যাকসিন। এক ভায়ালে ১০ জনকে টিকা দেওয়া যাবে। ২০ লাখ চার হাজার ডোজ ভ্যাকসিন আছে বলে নিশ্চিত করেন তিনি।

এদিকে টিকা হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক চুক্তি অনুযায়ী এ মাসের শেষে ৫০ লাখ টিকা আসার কথা এবং সে অনুযায়ী টিকা আসবে। ফ্লাইট শিডিউল হাতে পেলে জানিয়ে দেবো কবে থেকে টিকা পাচ্ছি। এখনও ফ্লাইট শিডিউল পাইনি। এরপর প্রতিমাসে ৫০ লাখ করে টিকা আসার কথা রয়েছে। টিকা আসার একটি শিডিউল আছে। যদি এদিক সেদিক হয়, তবে যখন আমরা জানবো তখন আপনাদের জানাবো।

টিকা হস্তান্তর করলো ভারতটিকার ট্রায়াল রানের বিষয়ে তিনি বলেন, আগামী ছয়-সাত দিনের মধ্যে টিকার একটি ট্রায়াল রান করার চিন্তাভাবনা আছে। সেই তারিখটি আপনাদের জানিয়ে দেবো। তারিখ চূড়ান্ত হয়নি। চূড়ান্ত দিনের বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কারণ, ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে টিকার ট্রায়ালে যুক্ত হতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

ছবি: নাসিরুল ইসলাম, শেখ শাহরিয়ার জামান, জাকিয়া আহমেদ ও চৌধুরী আকবর

আরও পড়ুন:
ঢাকায় পৌঁছালো করোনার টিকা
উপহারের ২০ লাখ টিকা বুঝিয়ে দিলো ভারত

যেখানে সংরক্ষণ হবে করোনার ভ্যাকসিন