ভোজ্য তেলের দাম এখনও নির্ধারিত হয়নি

ভোজ্য তেলের দাম এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সমন্বয় করে দেশীয় বাজারে ভোজ্য তেলের দাম ঠিক করা হবে। এজন্য ট্যারিফ কমিশনের নেতৃত্বে ব্যবসয়ীদের সঙ্গে নিয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটি অবিলম্বে একটি প্রতিবেদন দেবে।

রবিবার (২৪ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। ভোজ্য তেলের উর্ধ্বমূল্য বিষয়ে এ বৈঠক হয়।

মন্ত্রী বলেন, আসন্ন রামজানে প্রয়োজনীয় নিত্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চাহিদা তিনগুণ আমদানি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভোজ্য তেল, ডাল, খেজুর, চিনি, ছোলা।

এছাড়া উৎপাদক এবং ভোক্তার মাঝামাঝি দালাল, ফাঁড়িয়াদের দৌরাত্ম কমাতে বাণিজ্য মন্ত্রণালয় কঠোর মনিটরিং করবে বলেও তিনি জানান।