নিজেদের এ গ্রেড দিলো স্বাস্থ্য অধিদফতর

আগামীকাল সারাদেশে জাতীয়ভাবে শুরু হতে যাচ্ছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। আর এ কর্মসূচির প্রস্তুতিতে নিজেদের ‘এ গ্রেড’ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ভ্যাকসিন বিষয়ক প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টররাও উপস্থিত ছিলেন।

টিকাদানের প্রস্তুতিতে অধিদফতর নিজেদের কত মার্কস দেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক খুরশীদ আলম বলেন, ‘আমরা তো নিজেদের এ গ্রেড দেব। তবে অন্য যারা অ্যাসেস করবেন তারা আমাদের সম্পর্কে মূল্যায়ন করবেন, এ গ্রেড দেবে নাকি সি গ্রেড দেবেন। কিন্তু আমার সম্পর্কে আমি বলবো, এ গ্রেড।’ কীভাবে এ মান নির্ধারণ হলো জানতে চাইলে তিনি বলেন, ‘১০০ নম্বরের ভেতরে ৭৫ পেলে এ গ্রেড বলা হয়।’

যারা টিকা নেবার জন্য নিবন্ধন করেছেন তারা এখনও অধিদফতর থেকে মোবাইল ফোনে এসএমএস পাননি। এ বিষয়ে বলেন, ‘এসএমএস পেয়ে যাবে আজ রাতের ভেতরে।’ আজ এসএমএস পেয়ে কাল টিকা নেওয়া সম্ভব কীনা প্রশ্নে তিনি বলেন, ‘তাহলে পরে নেবে।’

প্রসঙ্গত, আগামীকাল ( ৭ ফেব্রুয়ারি) সারাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হবে। রাজধানী ঢাকায় ৫০টি আর ঢাকার বাইরে ৯৫৫টি মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে।