করোনায় বাংলাদেশের পারিবারিক ব্যবসা কম ক্ষতির সম্মুখীন হয়েছে

করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে পারিবারিক ব্যবসা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে বাংলাদেশে ক্ষতির হার অনেক কম। যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক সমীক্ষা সংস্থা পিডব্লিউসি’র জরিপে এই তথ্য পাওয়া যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘১০ম গ্লোবাল ফ্যামিলি বিজনেস সার্ভে ২০২১’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের পারিবারিক ব্যবসা সম্পর্কে এ তথ্য তুলে ধরা হয়।

সমীক্ষায় বলা হয়, বিগত অর্থবছরে করোনার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের পারিবারিক ব্যবসার অবস্থা মিশ্র ছিল। সেখানে প্রবৃদ্ধি ছিল ৫২ শতাংশ এবং আয় কমেছিল ১৭ শতাংশ। ২০১৮ সালে যেখানে প্রবৃদ্ধি ছিল ৮৪ শতাংশ এবং আয় কমেছিল মাত্র ৩ শতাংশ। বাংলাদেশের চিত্র বিশ্বের প্রায় অন্যান্য দেশের মতো। বিশ্বে ৫৫ শতাংশ পারিবারিক ব্যবসা বেড়েছে যেখানে ১৯ শতাংশ আয় কমেছে।

সমীক্ষায় আরও বলা হয়, করোনার কারণে পারিবারিক ব্যবসার আয় ৩১ শতাংশ কমে যাবে বলে ধারণা করা হয়েছিল। যেখানে পুরো বিশ্বের ৪৬ শতাংশ আয় কমে যাওয়ার ধারণা করা হয়। ২০২২ সালে বাংলাদেশের পারিবারিক ব্যবসা প্রবৃদ্ধি অর্জনে অত্যন্ত আশাবাদী তবে ২০২১ সাল নিয়ে শঙ্কা রয়েছে। বাংলাদেশের ৭৪ শতাংশ পারিবারিক ব্যবসা ২০২১ সালে প্রবৃদ্ধির আশা করছে এবং ৯৩ শতাংশ আশা করছে ২০২২ সালে।