টিকার জন্য বিদেশিদেরও নিবন্ধন করতে হবে

করোনার টিকা নিতে চান বাংলাদেশে অবস্থিত বিদেশিরা। এ জন্য তারা সরকারের কাছে অনুরোধ করেছে। তবে টিকা গ্রহণের জন্য বিদেশিদেরও নিবন্ধন করতে হবে। বিদেশিরা যাতে নিবন্ধন করতে পারে, তার ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও এক্সেস টু ইনফরমেশন বিভাগকে এরইমধ্যে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, টিকার জন্য বিদেশি নাগরিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। প্রথমত বিদেশিদের নিবন্ধন করতে হবে। সেটির ব্যবস্থা করার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় ও এটুআইকে অনুরোধ করেছি।

পাসপোর্টের নম্বর ব্যবহার করে বিদেশিদের নিবন্ধন করা সম্ভব বলে তিনি জানান।

বিদেশিরা কবে থেকে টিকা নিতে পারবে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন,এ বিষয়ে আমরা শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় সভা করবো।

কারা টিকা নিতে পারবে, অর্থের বিনিময়ে টিকা দেওয়া হবে কিনা এবং অন্যান্য ব্যবস্থা আলোচনা করে ঠিক করতে হবে বলে তিনি জানান।

এই কর্মকর্তা বলেন, বর্তমানে ৪০ বছরের উর্ধ্বে যারা রয়েছেন,তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। এই ব্যবস্থায় বর্তমানে বাংলাদেশে থাকা বিদেশি শিক্ষার্থীরা এখন টিকা পাবেন না। এছাড়া অনেক দেশ বাংলাদেশিদের বিনা অর্থে টিকা দিচ্ছে। সেক্ষেত্রে হয়তো কোনও অর্থ ছাড়াই বিদেশিদের টিকা দেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতসহ ৪৫ জন বিদেশি কূটনীতিক টিকা নিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে অবস্থিত প্রায় একহাজার ২০০ কূটনীতিককে সরকার বিনামূল্যে টিকা দিচ্ছে। এছাড়া রাশিয়া তার নাগরিকদের জন্য সেদেশে তৈরি টিকা ঢাকায় পাঠানোর অনুমতি চাইলে বাংলাদেশ অনুমোদন দিয়েছে।