রোজার আগেই পাপুলের আসনে উপনির্বাচন

রোজার আগেই লক্ষ্মীপুর–২ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর–২ আসন থেকে নির্বাচিত কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়। ওই আসন শূন্য ঘোষণা করে গত সোমবার গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। তাতে বলা হয়, ২৮ জানুয়ারি থেকে আসনটি শূন্য।

সংবিধান অনুযায়ী, কোনও সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হলে ওই দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে আগামী ২৮ এপ্রিলের মধ্যে ওই আসনে উপনির্বাচন করতে হবে। এর মধ্যে চাঁদ দেখা সাপেক্ষে ১৩ এপ্রিল থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কবিতা খানম জানান, লক্ষ্মীপুর–২ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সোমবার (২২ ফেব্রুয়ারি) তারা এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। ওই আসনে নির্বাচনের বিষয়ে শিগগিরই বৈঠকে বসবে কমিশন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কবিতা খানম বলেন, ‘সামনে যেহেতু রোজা আছে। রোজা অবশ্যই বিবেচনায় নেওয়া হবে। রোজার সময় সাধারণত কোনও নির্বাচন দেওয়া হয় না। তবে রোজার পর নির্বাচন করতে হলে যদি ৯০ দিনের সময়সীমা পার হয়ে যায়, সে ক্ষেত্রে রোজার আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

পৌরসভা নির্বাচনে সহিংসতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কবিতা খানম বলেন, ‘যেকোনও সহিংসতা রোধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়। ইসি থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। কোনও অভিযোগ এলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপারের সঙ্গে কথা বলা হয়।’ তিনি বলেন, ‘২৮ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে যেসব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলোর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’