মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করলেন মোমেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন, সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান বব মেনেন্দেজসহ আরও কয়েকজন সিনেটরের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে পৌঁছানোর পরে টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে কথা বলেন মোমেন। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন,  ‘সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিনকেন আজকে (মঙ্গলবার) টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে কথা বলেন।’ অর্থনৈতিক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, সামরিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন সম্পর্ক আরও গভীর করা নিয়ে দুই মন্ত্রী কথা বলেন বলে জানিয়েছেন প্রাইস। 

দক্ষিণ এশিয়া ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে উভয় নেতা আগ্রহ ব্যক্ত করেন। 

প্রাইস বলেন, ‘দুই নেতা মিয়ানমার, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান এবং শ্রমাধিকার ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।’

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিনন্দন জানান ব্লিনকেন।