টিকা নিলেন ২৬ লাখের বেশি মানুষ

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে বুধবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত ১৮ দিনে করোনার টিকা নিয়েছেন মোট ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জন। বুধবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩৮ লাখ ৮৯ হাজার ৩৪৫ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৬৬৯ জনের।

টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

দেশে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার বিকাল ৫টা ৫৫ মিনিট পর্যন্ত করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৩৮ লাখ ৮৯ হাজার ৩৪৫ জন। মোট  টিকা নেওয়া ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জনের মধ্যে পুরুষ ১৭ লাখ ৪৬ হাজার ১৩২ জন এবং নারী ৯ লাখ ২৬ হাজার ৯০৬ জন।

টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগের আছেন  ৬০ হাজার ৭৪০ জন, ময়মনসিংহ বিভাগের ৭ হাজার ৮৬০ জন, চট্টগ্রাম বিভাগের ৩৭ হাজার ৭৪ জন, রাজশাহী বিভাগের ১৮ হাজার ১৭৯ জন, রংপুর বিভাগের ১৬ হাজার ৬১২ জন, খুলনা বিভাগের  ২৪ হাজার ৮৩৮ জন, বরিশাল বিভাগের  আট হাজার ৩৯৪ জন ও সিলেট বিভাগের ৮ হাজার ২৮৮ জন।

বুধবার ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ২৭ হাজার ৮৫৭ জন। এরমধ্যে পুরুষ ১৭ হাজার ৯৯৩ জন ও নারী ৯ হাজার ৮৩৪ জন।