আগের সপ্তাহের তুলনায় বেড়েছে শনাক্ত ও সুস্থতার হার, কমেছে মৃত্যু

নতুন বছরে করোনার নবম সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে বেড়েছে নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা, তবে মৃতের সংখ্যা কমেছে। শনিবার (৬ মার্চ) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ এক হাজার ৪৯৭টি, তার আগের সপ্তাহে (২১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি) পরীক্ষা করা হয়েছিল ৯৬ হাজার ৯৭৯টি। এ সপ্তাহে নমুনার পরীক্ষার হার বেড়েছে চার দশমিক ৬৬ শতাংশ।

চলতি সপ্তাহে নতুন রোগী শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৯৩ জন, আগের সপ্তাহে শনাক্ত হয়েছিলেন দুই হাজার ৮০৭ জন, অর্থাৎ এ সপ্তাহে নতুন রোগী শনাক্তের হার বেড়েছে ৩৮ দশমিক ৬৯ শতাংশ।

চলতি সপ্তাহে করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮৫৯ জন, আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন পাঁচ হাজার ২১৫ জন, অর্থাৎ সুস্থতার হার বেড়েছে ১২ দশমিক ৩৫ শতাংশ।

চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন, তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন ৫৮ জন, অর্থাৎ মৃত্যুহার কমেছে ১২ দশমিক শূন্য সাত শতাংশ।