রিয়াদের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা

সৌদি আরবের সঙ্গে বিদ্যমান স্ট্র্যাটেজিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ। রবিবার রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, দুই দেশের ভিশনারী নেতৃত্ব পারস্পরিক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে গেছে। এখান থেকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক বিষয়ে নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করতে হবে যেখানে উভয় দেশ লাভবান হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহরিয়ার আলম বর্তমানে তিন দিনের সফরে সৌদি আরবে অবস্থান করছেন।সৌদি কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

সৌদি ভূমিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক আক্রমণের নিন্দা এবং সৌদি সরকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি ও সমর্থন ব্যক্ত করেন শাহরিয়ার আলম। ইয়েমেন প্রশ্নে বাংলাদেশের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আফ্রিকার দেশগুলিতে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে কন্ট্রাক্ট ফার্মিং এর প্রস্তাব দিলে সৌদি পক্ষ সেটিকে স্বাগত জানায়।সৌদি কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির জন্য নিয়মিত বিজনেস-টু-বিজনেস সংলাপের ওপর জোর দেন শাহরিয়ার আলম। এর জবাবে আদেল জুবায়ের সম্ভাব্য সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, ‍শিগগিরই এ বিষয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সমঝোতা স্মারক সই হবে।সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ওআইসির এর মহাসচিবের সঙ্গে শাহরিয়ার আলমের বৈঠকের কথা আছে।