অবৈধ বাংলাদেশিদের চাকরির বিষয়ে বিবেচনা করছে সৌদি আরব

সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের চাকরির সুযোগের জন্য একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার বিষয় বিবেচনা করছে ওই দেশের সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করছে সৌদি সরকার।

HSM Saudi SM 2সোমবার (৮ মার্চ) জানা গেছে, শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে এই বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। শুধু তা-ই না, অবৈধভাবে অবস্থানরতরা যেন স্বাস্থ্যসেবা পায় সে বিষয়েও সৌদি সরকারের কাছে অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বর্তমানে তিন দিনের সফরে সৌদি আরবে রয়েছেন শাহরিয়ার আলম।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ঢাকাস্থ সৌদি দূতাবাসে সেবা গ্রহীতাদের ডকুমেন্ট অ্যাটাস্টেশনের জন্য দিল্লি পাঠাতে হয় এবং যাতে করে বাংলাদেশিদের সুবিধা হয় এজন্য একজন সাংস্কৃতিক এটাশে নিয়োগের অনুরোধ করেছেন শাহরিয়ার আলম। এই প্রস্তাবও বিবেচনা করা হবে বলে জানিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশিদের কোভিড-১৯ চিকিৎসা সেবা প্রদানের জন্য সৌদি বাদশা ও ক্রাউন প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরিয়ার আলম।