বইমেলার সিদ্ধান্ত বিকালে

বইমেলা বন্ধ করে দেওয়া হবে, নাকি এক সপ্তাহ স্থগিত করা হবে—এ বিষয়ে শনিবার (৩ মার্চ) বিকালে সিদ্ধান্ত নেওয়া হবে। অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘লকডাউনে খুলে রাখার অবকাশ নেই। তাই কী করা হবে সেটা ঠিক করতে বিকালে বসবো। এরপর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’