সব হাসপাতাল খোলা থাকবে

লকডাউন কার্যকর করতে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হলেও আগামী একসপ্তাহে সব ধরনের হাসপাতাল ও সেবাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর বিস্তার রোধকালে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন সকল হাসপাতাল ও প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।

আর এ সময়ে সব অধিদফতর, দফতর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থানসহ স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ দায়িত্ব পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।