যেকোনও মূল্যে প্রকল্পের কাজ চালিয়ে যেতে হবে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘শিল্প মন্ত্রণালয়ের প্রকল্পে যেখানে ধীরগতি রয়েছে, সেখানে গতি আনতে হবে। এ ক্ষেত্রে সবাইকে কাজ করতে হবে। সরকার করোনাকালীন স্বাস্থ্য ও কৃষি খাতের মতো শিল্প খাতকেও অগ্রাধিকারের তালিকায় রেখেছে। তাই আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এ খাতের অগ্রগতি ধরে রাখতে হবে।’

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) চলতি ২০২০-২১ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ে ভার্চুয়াল সভায় এসব কথা বলেন তিনি। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এ সভায় যুক্ত ছিলেন। শিল্প সচিব কে এম আলী আজম সভায় সভাপতিত্বে করেন। মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সাবধানতা অবলম্বন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। করোনাকালীন এই লকডাউনে ভার্চুয়ালি সভা করে প্রকল্পের কাজের তদারকি বাড়াতে হবে। এ বছরের জুনের মধ্যে নির্ধারিত প্রকল্পের কাজ শেষ করতে হবে। কোনও দোহাই দিয়ে প্রকল্পের কাজ বন্ধ রাখা যাবে না। কোনোভাবেই প্রকল্পের সময় বাড়ানো হবে না।’

সভায় জানানো হয়, ২০২০-২১ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৪৮টি উন্নয়ন প্রকল্প রয়েছে। এর মধ্যে ৪৪টি বিনিয়োগ, তিনটি কারিগরি সহায়তা এবং একটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প। সব মিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ছিল ৩ হাজার ৮৪২ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে জিওবি খাতে এক হাজার ৬৯৯ কোটি ৯১ লাখ টাকা, প্রকল্প সাহায্য খাতে ২ হাজার ৯৮ কোটি ৪৫ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন খাতে ৪৪ কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে। চলতি বছরের মার্চ পর্যন্ত প্রকল্পগুলোর বিপরীতে এক হাজার ৪৮০ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় হয়েছে বলে সভায় তথ্য প্রকাশ করা হয়।

সভায় আরও জানানো হয়, শিল্প মন্ত্রণালয় বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি ৩৮ দশমিক ৫২ শতাংশ।